Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার কার্যবিবরণী

                                                                                                               সভার অবিকল নকল

                                                                                                সভার স্থান          ঃ সাতগ্রাম ইউনিয়ন পরিষদ

                                                                                                সভার তারিখ        ঃ  ৩১/১০/২০২৪খ্রিঃ

                                                                                                সভার সময়          ঃ সকাল  ১০.০০ ঘটিকায়।

উপস্থিত সদস্যগণের নাম ও স্বাক্ষরঃ

ক্রমিক নং

নাম/পদবী

পরিচিতি

স্বাক্ষর

০১

অদুদ মাহমুদ

চেয়ারম্যান, সাতগ্রাম ইউ.পি

সংশ্লিষ্ট রেজিষ্টারে সংরক্ষিত

০২

রওশন আরা

সদস্য, ১,২,৩ নং ওয়ার্ড

০৩

সখিনা আক্তার

সদস্য, ৪,৫,৬ নং ওয়ার্ড

০৪

শিরিনা আক্তার

সদস্য  ৭,৮,৯ নং ওয়ার্ড

০৫

মোঃ ছানাউল্লাহ মিয়া

ইউপি সদস্য ০১ নং ওয়ার্ড

০৬

আব্দুল ছাত্তার

ইউপি সদস্য ০২ নং ওয়ার্ড

০৭

আব্দুল কাইয়ুম মিয়া

ইউপি সদস্য০৪ নং ওয়ার্ড

০৮

আমির হোসেন

ইউপি সদস্য ০৫ নং ওয়ার্ড

০৯

মোঃ আলমগীর হোসেন

ইউপি সদস্য ০৬ নং ওয়ার্ড

১০

মোঃ আলম

ইউপি সদস্য ০৯ নং ওয়ার্ড

১১ আওলাদ হোসেন কাজল 

ইউপি সদস্য ০৩নং ওয়ার্ড


১২ নাসির মিয়া 

ইউপি সদস্য ০৭নং ওয়ার্ড


১৩ মোঃ দেলোয়ার  হোসেন

ইউপি সদস্য ০৮ নং ওয়ার্ড






অদ্যকার সভা সাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব অদুদ মাহমুদ এর সভাপতিত্বে আরম্ভ করা হয়। 


সভার আলোচ্য বিষয়ঃ

১. গত সভার কার্যবিবরণী  পাঠ ও অনুমোদন। 

। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল এর প্রকল্প গ্রহণ। 

৩। বিবিধ।  

সভার প্রারম্ভে সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে গত সভার কার্য  বিবরণী পাঠ করিয়া শোনান এবং এতে কাহারো কোন আপত্তি না থাকায় সর্ব সম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়। অতঃপর সভাপতি সভাকে অবহিত করেন যে গত ৩০ অক্টোবর ২০২৪ইং তারিখে ২০২৪-২০২৫ অর্থ বছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল এর গ্রহণ সংক্রন্ত চিঠি পাওয়া গিয়াছে এবং জরুরী   ভিত্তিতে প্রকল্প গ্রহণের  উপর জোর তাগিদ পাওয়া গিয়াছে।   বিষয়টি নিয়ে বিস্তারিত আলাচনা শেয়ে নিম্নলিখিত সিদান্ত গ্রহণ করা হয়।  

              

সিদ্ধান্ত সমূহ

১। জরুরী ভিত্তিতে উন্নয়ন  সহায়তা তহবিলের প্রকল্প দাখিল করার সিদান্ত গ্রহণ করা হয়।