সভার অবিকল নকল
সভার স্থান ঃ সাতগ্রাম ইউনিয়ন পরিষদ
সভার তারিখ ঃ ১৯/০৬/২০২৫খ্রিঃ
সভার সময় ঃ সকাল ০৪ ০০ ঘটিকায়।
উপস্থিত সদস্যগণের নাম ও স্বাক্ষরঃ
ক্রমিক নং |
নাম/পদবী |
পরিচিতি |
স্বাক্ষর |
০১ |
মো: আতাউর রহমান ভূঞ্চা |
প্রশাসক , সাতগ্রাম ইউ.পি |
সংশ্লিষ্ট রেজিষ্টারে সংরক্ষিত |
০২ |
রওশন আরা |
সদস্য, ১,২,৩ নং ওয়ার্ড |
ঐ |
০৩ |
সখিনা আক্তার |
সদস্য, ৪,৫,৬ নং ওয়ার্ড |
ঐ |
০৪ |
শিরিনা আক্তার |
সদস্য ৭,৮,৯ নং ওয়ার্ড |
ঐ |
০৫ |
মোঃ ছানাউল্লাহ মিয়া |
ইউপি সদস্য ০১ নং ওয়ার্ড |
ঐ |
০৬ |
আমির হোসেন
|
ইউপি সদস্য ০৫ নং ওয়ার্ড
|
ঐ |
০৭ |
নাসির মিয়া
|
ইউপি সদস্য ০৭ নং ওয়ার্ড
|
ঐ |
০৮ |
মোঃ আলম
|
ইউপি সদস্য ০৯ নং ওয়ার্ড
|
ঐ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
অদ্যকার সভা সাতগ্রাম ইউনিয়ন পরিষদ প্রশাসক, মো: আতাউর রহমান ভূঞ্চা এর সভাপতিত্বে আরম্ভ করা হয়।
সভার আলোচ্য বিষয়ঃ
১. গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২। ১% বা ভূমি হস্তান্তর কর এর ৩য় কিস্তির প্রকল্প গ্রহন প্রসঙ্গে।
৩। বিবিধ।
সভার প্রারম্ভে সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে গত সভার কার্য বিবরণী পাঠ করিয়া শোনান এবং এতে কাহারো কোন আপত্তি না থাকায় সর্ব সম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়। অতঃপর সভাপতি সভাকে অবহিত করেন যে, ২০২৪-২০২৫ অর্থ বছরে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের জন্য ১% ভূমি হস্তান্তর কর বাবদ ৩য় কিস্তির মোট ৮৫৯০০০ ( আট লক্ষ উনষাট হাজার ) টা্কা বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত বরাদ্দ দিয়ে সাতগ্রাম ইউনিয়্র এর বিভিন্ন উন্নয়নমূলক কাজের নির্দেশনা পাওয়া গিয়াছে মর্মে বিস্তারিত আলোচান করা হয় । বিস্তারিত আলোচনা শেষে সভাপতি সভার সর্বসম্মতিক্রেমে নিম্নলিখিত সিদ্ধন্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত সমূহ
১। সাতগাম শফির বাড়ী হ্নইতে আসলামের বাড়ীর কার্পেটং রাস্তা পর্যন্য়াত ইটের সলিং করন। ।
২। চারিগাও জামালউদ্দিন সাহেবের বাড়ী হইতে আলী হোসেনের বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সলিং করণ।
৩। নোয়াগাও আকমান ভূইয়ার পুকুর পাড় হইতে উত্তরপাড়া বায়তুল হাম জামে মসজিদ পর্যন্ত ।
৪। পাচরুখী শিংরাটি খালের উপর কাঠের সেতু নির্মাণ।
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস