অবস্থান : দক্ষিন স্বরুপাব আলহাজ্ব ওসমান গণির বাড়ী।
প্রধান কর্মকর্তা= CHCP মরিয়ম বেগম মোবাইল নং ০১৬৭৫৮৩১৩৬২
সহকারী স্বাস্থ্য কর্মী সানিয়া আক্তার,
সহকারী স্বাস্থ্য কর্মী নাজমা বেগম
মোট কর্মকর্তা = ০৫ জন।
কমিউনিটি ক্লিনিকের প্রদেয় সেবা সমূহ :
কমিউনিটি ক্লিনিকগুলি অত্যাবশ্যকীয় সোব প্রদানের প্রাথমিক স্তর হিসাবে গন্য হবে। গ্রামীণ জনগনের চাহিদা অনুসারে এই কেন্দ্রগুলির (যা One-Stop Service Centre হিসাবে পরিচালিথ হবে) মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সহজলভ্য, নিদির্ষ্ট মান ও গুনসম্পন্ন সমন্তিত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সোব প্রদান করা হবে।
ক. মহিলাদের প্রসব-পূর্ব (গর্ভকালীন) প্রসবকালীন, প্রসবোত্তর (ডেলিভার পরবর্তী ৪২ দিন) অত্যাবশ্যকীয় সেবাপ্রদান এবঙ কোন জটিলতা দেখা দিলে যত দ্রুত
সম্ভব জরুরী প্রসুতি সেবাকেন্দ্রে প্রেরন করা
খ. সদ্য প্রসুতি মা( ৬সপ্তাহের মধ্যে) এবং শিশুদের (বিশেষত : মারাত্বত পুষ্টিহীন, দীর্ঘ মেয়াদী ডায়রীয়া এবং হামে আক্রান্ত) ভিটামিন -এক্যাপসল প্রদান।
গ. মহিলা ও কিশোরীদের রক্ত স্বল্পতা সনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিতসা প্রদান: কিশোর কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস