ইহা নারায়ণগঞ্জ জেলার, আড়াইহাজার, উপজেলা সাতগ্রাম ইউনিয়ন পরিষদের অন্তর্গত পাচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়। এটি ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে পাচরুখী নামম স্থানে অবস্থিত।
ইহা ১-১-১৯৯৩্ঙ সালে প্রতিষ্ঠিত হয়। নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃত ১-১-৯৪ইং, মাধ্যমিক হিসাবে ১-১-১৯৯৫ইং, স্বীকৃতির সর্বশেষ সময়সীমা ৩১-১২-২০১৫ইং। বিদ্যালয়টি ০১-০৫-৯৫ইং তারিখ হইতে এম.পি.ও ভূক্ত। এম.পিও কোড : ৩০০১১১১৩০১। বিদ্যালয় কোড: ২৬৬৫, ইন-১১২৩১৪। মোট, জমির পরিমন-২০২.৫ শতাংশ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবির জনাব আলহ্জ্ব ফকির আব্দুর রউফ।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ভোটে নির্বাচিত।
কমিটির মেয়াদ ১৫-৪-/২০১৩ ইং হইতে ১৪-০৪-২০১৪ ইং তারিখ পর্যন্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস