এই বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার, আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাও নামক স্থানে অবস্থিত।
ক্লাস্টার : নোয়াগাও
বিদ্যালয়ের কোড: ৩১১০৪০১০৮
জমির পরিমান: ৩৩ শতাংশ
ভবন সংখ্যা: ০২টি
শ্রেণী কক্ষ সংখ্যা: ০৬টি।
শিক্ষক মোট: ০৬ জন। (প্রধান শিক্ষকের পদ শুন্য)
এই বিদ্যালয়টির জমি দান করেন মো: ছানাউল্যাহ মিঞা। শুরুতে টিন ও বাশের তৈরী ছিল। পরবর্তীতে ১৯৯৮ ইং সালে ১নং ভবন এবং ২০০৬-৭ ইং সালে ২নং ভবনটি নির্মিত হয়।
বর্তমান পরিচালনা কমিটির সভাপিতি জনাব মিজানুর রহমান
কমিটির মোট সদস্য ১১ জন
পুরুষ ০৬ জন, মহিলা ০৫ জন
কমিটি অনুমোদনের তারিখ ২৯-১০-১৩ইং
সাল | পাশের হার | পাস |
২০০৯ | ৮৯% | পাস |
২০১০ | ১০০% | পাস |
২০১১ | ১০০% | পাস |
২০১২ | ১০০% | পাস |
২০১৩ | ১০০% | পাস |
মোট উপবৃত্তি পায় ১৫৩ জন।
একক পরিবার ১৩৭টি
যৌথ পরিবার ০৮টি
১০০% ভর্তি করতে সক্ষম ।
পাশের হার ১০০% নিশ্চিত করা।
বিদ্যালয়টি আড়াইহাজার উপজেলা পরিষদ থেকে ২৮ কিলোমিটার দুরে অবস্থিত। আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন এ এসে রিক্সায় স্কুলে পৌছনো যায়।
মোবাইল নম্বর : ০১৭১৭৮২৫১৫৪ (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক)
শ্রেনী | নাম | |
১ম | মায়া আক্তার | |
২য় | মাহমুদা আক্তার | |
৩য় | সোহানা আক্তার | |
৪র্থ | শঅকিল মিয়া | |
৫ম | ফয়সাল মিয়া |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস