Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

                                                                                                               সভার অবিকল নকল

                                                                                                সভার স্থান          ঃ সাতগ্রাম ইউনিয়ন পরিষদ

                                                                                                সভার তারিখ        ঃ  ০৭/০২/২০২৪খ্রিঃ

                                                                                                সভার সময়          ঃ সকাল  ১০.০০ঘটিকায়।

উপস্থিত সদস্যগণের নাম ও স্বাক্ষরঃ

ক্রমিক নং

নাম/পদবী

পরিচিতি

স্বাক্ষর

০১

অদুদ মাহমুদ

চেয়ারম্যান, সাতগ্রাম ইউ.পি

সংশ্লিষ্ট রেজিষ্টারে সংরক্ষিত

০২

রওশন আরা

সদস্য, ১,২,৩ নং ওয়ার্ড

০৩

সখিনা আক্তার

সদস্য, ৪,৫,৬ নং ওয়ার্ড

০৪

শিরিনা আক্তার

সদস্য  ৭,৮,৯ নং ওয়ার্ড

০৫

মোঃ ছানাউল্লাহ মিয়া

ইউপি সদস্য ০১ নং ওয়ার্ড

০৬

আব্দুল ছাত্তার

ইউপি সদস্য ০২ নং ওয়ার্ড

০৭

আব্দুল কাইয়ুম মিয়া

ইউপি সদস্য০৪ নং ওয়ার্ড

০৮

আমির হোসেন

ইউপি সদস্য ০৫ নং ওয়ার্ড

০৯

মোঃ আলমগীর হোসেন

ইউপি সদস্য ০৬ নং ওয়ার্ড

১০

মোঃ আলম

ইউপি সদস্য ০৯ নং ওয়ার্ড

















অদ্যকার সভা সাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব অদুদ মাহমুদ এর সভাপতিত্বে আরম্ভ করা হয়। 

       সভার আলোচ্য বিষয়ঃ

১. গত সভার কার্যবিবরণী  পাঠ ও অনুমোদন। 

২. ২১ শে ফেব্রুয়ারী বা আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস পালন করা।  

৩. হোল্ডিং  ট্যাক্স আদায় সংক্র্ন্ত ।  

৪.বিবিধ। (ডিজিটাল সনদ সেবা সংক্রান্ত ওয়ারিশ সনদ এর ফি নির্ধারণ ।  

সভার প্রারম্ভে সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে গত সভার কার্য  বিবরণী পাঠ করিয়া শোনান এবং এতে কাহারো কোন আপত্তি না থাকায় সর্ব সম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়। অতঃপর সভাপতি সভাকে অবহিত করেন যে,, একুশে ফেব্রুয়ারী বা মহান আন্তাজার্তিক মাতৃভাষা দিবস বাঙ্গালী জাতির জাীবনে এক অবিস্মরনীয় দিন।তাই প্রতিটি ওয়ার্ডে  যথাযথ মর্যপদায় মার্তৃভাষা দিবস পালন জন্য সভাপতি সাহেব সকল কে নির্দেশ প্রদান করেন। পক্ষান্তরে সভাপতি ২০২৩-২০২৪ অর্থ  বছরে হোল্ডিং ট্যাক্ম আদায় এবং বিবিধ আলোচনায় সভাপতি সাহেব সেবা অটোমেশন  ্এর মাধ্যমে ওয়ারিশ   সংক্রান্ত ফি  নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  পর্যায়ক্তমে সভাপতি  সকলের বক্তব্য অত্যন্ত ধৈর্য্য  ও মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং  নিম্নলিখিত সিদ্ধন্ত গ্রহণ করা হয়। 

               সিদ্ধান্তঃ

১। ইউনিয়নের প্রতিটি  ওয়ার্ডে যথযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারী পালন করা । 

২। হোল্ডিং ট্যক্স নাম্বার প্লেডসহ কমপক্ষে ৩০০টাকা নির্ধারণ ।  

৩। উত্তরাধিকারী সনদ অফিস ফি হিসাবে ৫০০টাকা নির্ধারণ করা এবং অনলাইন আবেদন, সেবা অটোমেশন সার্ভার চার্জ ও ডিজিটাল সেন্টার সার্ভিস চার্জ ১৫০ টাকা নির্ধারণ করা। 


সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।